কেশবপুরের পাঁজিয়ায় শহীদ মুক্তিযোদ্ধা ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলার উদ্বোধন

26

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুর উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শহীদ মুক্তিযোদ্ধা ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে।
পাঁজিয়া কালিবাড়ি মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু। খেলায় তালা স্পোটিং ক্লাব ট্রাইবেকারে বিজয়ী হয়েছে।

এসময় মঞ্চে সদর ইউনিয়ন যুবলীগ নেতা তৌহিদুর রহমানসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আতিয়ার রহমান।