আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
একটি শিশু আগামীর ভবিষ্যৎ ” আসুন একটি শিশুকে বাঁচাতে আমরা এগিয়ে আসি। অর্থের অভাবে উন্নত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত যশোর জেলার কেশবপুর উপজেলার ৬নং সদর ইউনিয়নের আলতাপোল গ্রামের লিভার ও কিডনি জনিত জটিল এবং কঠিন রোগে আক্রান্ত সাকিবুল হাসান (ওজাইফা) এর উন্নত চিকিৎসার জন্য তাঁর পাশে দাঁড়াই।
সোমবার (১০ মে) সকালে ওজাইফার মামা আবু রায়হান জানান, ওজাইফা বেশকিছু দিন যাবত লিভার ও কিডনি জনিত জটিল এবং কঠিন রোগে আক্রান্ত। গত ২রা মে হঠাৎ করে ওজাইফার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেশবপুরের জরুরী বিভাগে চিকিৎসার জন্য আনা হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ স্বপন মজুমদারের নিকট চিকিৎসাধীন কালীন ওজাইফার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু সেখানে ওজাইফাকে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব না হওয়ায় গত ৫ই মে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা।৬ই মে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওজাইফাকে।
ভর্তির পর জরুরী ভিত্তিতে ওজাইফার দুটি অপারেশন করেন ডাঃ মনিরা এবং অপারেশন পরবর্তী তিনি জানান প্রয়োজনে আরো অপারেশন করা লাগতে পারে। শুধু তাই নয় ওজাইফার রক্তে প্রোটিন, গ্লুকোজ, হরমোন, খনিজ লবণ, অ্যান্টিবডি, বর্জ্য পদার্থসহ আরো অনেক কিছুর ঘাটতি রয়েছে। যার ফলে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা শ্যামলী শিশু হাসপাতালের আইসিইউ ইউনিটে রেখে চিকিৎসা করা অত্যন্ত প্রয়োজন।এ বিষয়ে আবু রায়হান জানান, শ্যামলী শিশু হাসপাতালের চিকিৎসা সেবা অনেক ব্যয়বহুল হওয়ায় তাঁর একার পক্ষে সেই খরচ বহন করা সম্ভব নয়।
যার ফলে তিনি ও ওজাইফার পরিবার বর্তমানে ব্যাপক অর্থসংকটের কারণে খুবই অসহায় হয়ে পড়েছেন। কারণ ইতিমধ্যে তারা প্রায় ৫০ হাজারের বেশি ধার-দেনা করে চিকিৎসার খরচ বহন করে আসছেন আর এই মুহূর্তে ওজাইফার যে চিকিৎসা প্রয়োজন তা অনেক বেশি ব্যয়বহুল কিন্তু অত্যান্ত জরুরী।
পরিশেষে রায়হান তাঁর ভাগ্নে ওজাইফা সম্পর্কে আরো বলেন, ওজাইফাকে ডায়লাসিস করার পর ৯৬ ঘন্টা অতিবাহিত হলেও তাঁর শারীরিক অবস্থার তেমন কোন উন্নতিই হয়নি। তাই তিনি তাঁর ভাগ্নে ওজাইফার আরো উন্নত চিকিৎসার জন্য সকলের নিকট দোয়া/আশির্বাদ ও আর্থিক সহযোগিতার পাশাপাশি সার্বিক সহযোগিতা কামনা করেছেন যেন ওজাইফা পূর্ণ আরোগ্য লাভ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ওজাইফার নাম, ঠিকানা ও যোগাযোগসহ অন্যান্য তথ্য নিম্নে তুলে ধরা হলঃ-রোগীর নামঃ কিবুল হাসান (ওজাইফা),রোগীর বয়সঃ সাড়ে ৪ বছর,রোগীর পিতাঃ মৃত শাহীন শেখ,রোগীর মাতাঃ তাহমিনা খাতুন,রোগীর বসতী ঠিকানাঃ গ্রাম- আলতাপোল, ডাকঘর+উপজেলাঃ কেশবপুর, জেলা- যশোর।
রোগী চিকিৎসাধীন রয়েছেঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,ওয়ার্ড ও বেড নাম্বারঃ ২০৩ নং ওয়ার্ড ও ৪ নং বেড।জরুরী যোগাযোগের নাম্বারঃ ০১৭৮০৪১৮২৩৩ (রোগীর মামা)।আর্থিক সহায়তা প্রদানের জন্য যোগাযোগ করুন রোগীর মামা আবু রায়হান, বিকাশ- ০১৮৬৮৬৯৫৯০৯ (ব্যক্তিগত)।
আসুন মহামারি করোনা কালীন এই মহাদুর্যোগের মূহুর্তে একটি অসহায় ও দুঃস্থ পরিবারের ফুটফুটে নিষ্পাপ শিশুকে বাঁচাতে যার যার অবস্থান থেকে সাধ্যমত আর্থিক ও সার্বিক সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করি।