কুয়েতে ‘ভারতীয় কুকুর’ বলায় ক্ষুব্ধ আদনান সামি

25
lalsobujerkotha

পাকিস্তানের জাতীয়তা ছেড়ে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন বিখ্যাত সংগীতশিল্পী আদনান সামি।

এক অনুষ্ঠানে গিয়ে কুয়েতের বিমানবন্দরে তীব্র কটূক্তির শিকার হয়েছে সামির দল। তাদের ‘ভারতীয় কুকুর’ বলে সম্বোধন করেন বিমানবন্দরের কর্মীরা। রোববার বিমানবন্দরে নামার পরই এ ঘটনার শিকার হন বলে এক টুইটবার্তায় জানিয়েছেন সামি।

তিনি লিখেছেন- কুয়েতের বিমানবন্দরের কর্মীরা আমার সহযোগীদের ‘ভারতীয় কুকুর’ বলে ডাকাডাকি করেছেন। এটি আমি কোনোভাবেই মেনে নিতে রাজি নই। কীভাবে এ ধরনের ঔদ্ধত্য দেখান কুয়েতিরা।

কুয়েতে ভারতীয় দূতাবাসকে টুইট করে এ ঘটনার বিবরণ জানালে পাল্টা টুইট করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আদনান সামিকে তিনি ফোন করে ঘটনার বিস্তারিত জানাতে বলেছেন।