কুয়াশায় জনজীবন বিপর্যস্ত ঢাকাগামী যাত্রীদের

20

ফিরোজ শাহ : ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া দৌলদীয়া ফেরি ঘাটের দুই পাশের বাস যাত্রীদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) সাতক্ষীরাসহ দক্ষিণবঙ্গ থেকে রাতে ছেড়ে আসা ঢাকাগামী বাসগুলো রাত ৩টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ফেরিঘাটে অপেক্ষামান থাকে। এর ফলে ফেরিঘাট থেকে ৫ কিলোমিটারের দীর্ঘ লাইন পড়ে যায়।

যার কারণে হাজার হাজার যাত্রী বিপদের সম্মুখীন হয়। অনেক যাত্রী পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা যাচ্ছিল কিন্তু ফেরি চলাচল বন্ধ থাকায় তারা পরীক্ষা দিতে পারছে না। অনেকেই আবার অসুস্থ শরীর নিয়ে ডাক্তারের সিরিয়াল দিয়েছে চিকিৎসার জন্য। কিন্তু তারাও চিন্তিত কারণ সময় মতো পৌঁছাতে না পারলে ডাক্তার দেখানো সম্ভব হবে না। অনেক যাত্রী আছে যারা চাকরি থেকে ছুটিতে গিয়েছিল আজ যোগদান করার কথা। কিন্তু তারাও সময়ের মধ্যে পৌঁছাতে না পারায় চাকরিতে যোগদান করতে পারছে না। এর ফলে অনেকের চাকরি ও পড়েছে হুমকির মুখে।

অপেক্ষা করতে করতে একসময় দেখা যায় অধিকাংশ যাত্রী চাকরি বাঁচাতে গাড়ি ছেড়ে রিক্সা, ইজিবাইক করে ফেরিঘাটে গিয়ে লঞ্চ পার হয়ে চলে যাচ্ছেন নিজেদের গন্তব্যস্থলে।

যাত্রীদের সাথে কথা বলে জানা যায় তাদের অধিকাংশই বলছেন দ্রুত পদ্মা সেতু নির্মাণ হয়ে গেলে দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী মানুষের এই দুর্ভোগের শিকার হতে হবে না। আবার কেউ কেউ বলছেন দৌলদিয়া পাটুরিয়া ঘাটে দেশের দ্বিতীয় পদ্মা সেতু হলে বেশি সুবিধা হবে।

খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক চাকরিজীবি মানুষের প্রাণের দাবি হয়ে গেছে দৌলদিয়া পাটুরিয়া ঘাটে দেশের দ্বিতীয় পদ্মা সেতু হতে হবে। তাহলে দক্ষিণবঙ্গের মানুষদের থাকবে না আর কোনো দুর্ভোগ, থাকবে না কোনো যানজট। প্রয়োজনের তাগিদে স্বল্প সময়ের মধ্যে ঢাকা থেকে কাজ শেষ করে মানুষ ফিরতে পারবে নিজের বাসস্থলে। যদি হয়ে যায় দৌলদিয়া পাটুরিয়া ঘাটে দেশের দ্বিতীয় পদ্মা সেতু।