কুষ্টিয়ার প্লাস্টিক গুদামে আগুন

33

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার শহরতলীর ভাদালিয়া এলাকায় নাম পরিচয়হীন একটি প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরতলীর ভাদালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, নাম পরিচয়হীন ভাদালিয়া বাজারের এ প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে প্লাস্টিক সংগ্রহ করে ঢাকায় পাঠানো হতো। কিভাবে এ আগুন লেগেছিলো তার কারণ জানা যায়নি।