আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের সকল ওয়র্ডে করোনা ভাইরাসের কারনে যারা অসহায় হয়ে পড়েছেন তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরকারি বরাদ্দকৃত দুই টন চাউল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে বিতরণের জন্য ইউনিয়নের সকল ইউপি সদস্যদের মাঝে বরাদ্দকৃত চাউল বিতরণ উদ্বোধন করেন কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী ও ইউনিয়ন ট্যাগ অফিসার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক।
উদ্বোধনের পর ১ নং ওয়ার্ডে ২৪৫ কেজি, ২নং ওয়ার্ডে ২৮২ কেজি, ৩নং ওয়ার্ডে ১৪৭ কেজি, ৪নং ওয়ার্ডে ৩৩৩ কেজি, ৫নং ওয়ার্ডে ১৯৯ কেজি, ৬নং ওয়ার্ডে ১৯৩ কেজি, ৭নং ওয়ার্ডে ২৩৩ কেজি, ৮নং ওয়ার্ডে ২২৪ কেজি ও ৯নং ওয়ার্ডে ১৪৪ কেজি সর্বমোট দুই হাজার কেজি চাউল বুঝে নিয়ে প্রত্যেক ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। চাউল বিতরণকালে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।