কুমিল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী কামাল নিহত

9
lalsobujerkotha

কুমিল্লা প্রতিনিধিঃ গুয়েনদা পুলিশ ও থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কামাল ওরফে ফেন্সি কামাল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় গ্রেফতার হয়েছে আরো দুই মাদক ব্যবসায়ী। আহত হয়েছে গোয়েন্দা পুলিশের ৩ সদস্য। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। নিহত কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২ টি মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে জানায়, বৃহস্পতিবার রাত ১২ টায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একটি দল বুড়িচং উপজেলার মহিষমাড়ায় এলাকায় মাদকের চালান হচ্ছে দেখতে পায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টাগুলি ছুড়লে উভয়পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী কামাল গুরুতর আহত। গ্রেফতার হয় তার দুই সহযোগী হানিফ এবং ইলিয়াছ। গুরুতর আহত কামালকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহত কামাল আদর্শ সদর উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের হিরন মিয়ার ছেলে। আহত গোয়েন্দা পুলিশ সদস্যরা হলেন, এসআই নন্দন চন্দ্র সরকার, এসআই সাহাবুল ইসলাম ও কনস্টেবল মোঃ সুমন মিয়া।