কুমিরা ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে চাউল বিতরণ

17

এস.এম মফিদুল ইসলাম: পাটকেলঘাটার কুমিরা ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া হতদরিদ্রদের জন্য ১০ কেজি করে চাউল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় কুমিরা ইউপি কার্যালয়ে চাউল বিতরণ উদ্বোধন করেন কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম। এসময় ৯ টি ওয়ার্ডের হতদরিদ্র দুস্থ মহিলাদের ২৬১৮ টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কুমিরা ইউপি সচিব খালিদ হোসেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সোহরব হোসেন, আলাউদ্দীন, রুহুল কুদ্দুস, মজিবর রহমান, সদস্যা ছায়রা বেগম, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম সহ উপকারভোগী ব্যক্তিবর্গ।