কুপিয়ে কৃষককে হত্যাচেষ্টা!

18

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় রাতের আধারে নজরুল ইসলাম (৫৫) নামে এক কৃষককে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে মান্দা সদর ইউনিয়নের নলঘৈর গ্রামে। আহত ব্যাক্তি হলেন, নলঘৈর গ্রামের মৃত বশরতুল্যার ছেলে।

স্থানীয়রা জানান, নজরুল ইসলাম একজন সৎ লোক এবং পেশায় একজন কৃষক। বর্তমানে ধানের মৌসুম হওয়ায় তিনি বাড়ির বাহিরে মাড়াইকৃত ধান বারান্দায় রেখে তা পাহারা দেয়ার জন্য বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এমতাবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কে অথবা কাহারা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র
দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে পালিয়ে যায়। এরপর তার আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য,বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতের স্বজনরা।

মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে ।

১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন।এদিন বিকেল সাড়ে ৪ টায় ইন্ডিয়ান এয়ারলাইনসের বোয়িং বিমানে চড়ে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কোলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান।১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এসময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে তারা রেহাই পান।পরবর্তী সময়ে ১৯৮১ সালের ১৪,১৫ ও ১৬ ফেব্রæয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।এরপরেই তিনি ১৭ মে দেশে ফিরে আসেন।

এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮ টায় মান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ সময় মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাড.নাহিদ মোর্শেদ বাবু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।