কুচক্রী মহলের অশুভ পায়তারার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন

10
কলারোয়া নিউজ
কুচক্রী মহলের অশুভ পায়তারার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি  ঃ কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আনিছুর,যে এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। গতসপ্তাহে উপজেলার চিতলা ইট ভাটা এলাকায় মাদক ব্যবসার ভাগাভাগির অভ্যন্তরীন গোলোযোগে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক যাকে মৃত ঘোষণা করে।খোজ নিয়ে জানা গেছে,আনিছুর নামক চিহ্নিত এই মাদক ব্যবসায়ী মারা যাবার পর এলাকায় শান্তির সুবাতাস বইতে শুরু করেছে।

মাদকের সহজলভ্যতার কারণে এলাকার অবিভাবক মহল তাদের উঠতি বয়সী তরুণ সন্তানদের মাদকাসক্ত হওয়া নিয়ে যে চিন্তায় চিন্তিত ছিলেন,এই চিহ্নিত মাদক ব্যবসায়ী বি.এন.পির সাবেক ক্যাডার আনিছুর মারা যাবার পর শ্বাস ছেড়ে বেচেছেন বলে জানিয়েছেন পাকুড়িয়া সহ ইউনিয়নের স্থানীয় সচেতন অবিভাবক মন্ডলী।

মাদক সম্রাট আনিছুর মারা যাবার পরও বসে নেই আনিছুরের মাদক ব্যবসা থেকে ফায়দা লুটেরা কুচক্রী মহল। এই কুচক্রী মহল সমাজের কীট, চিহ্নিত মাদক ব্যবসায়ী পাকুড়িয়া গ্রামের আনিছুরের নিহত হওয়াকে কেন্দ্র করে বানোয়াট গল্পের মাধ্যমে প্রশাসনকে বিতর্কিত করে সরকারের মাদক বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার জন্য।কুচক্রী মহল নানা কূটকৌশল অবলম্বন সহ ১১নং দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাচান,খোরদো প্রেস ক্লাবের সভাপতি মেহেদী মাসুদ ও কলারোয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ -এর সাংগঠনিক সম্পাদক মেহেদী রুবেলের নাম জড়িয়ে প্রশাসনের কালো তালিকায় জড়ানোর পায়তারার গভীর ষড়যন্ত্রে লিপ্ত।যা ঘোলা পানিতে মাছ শিকার করার শামিল।

এক যৌথ বিবৃতিতে ১১নং দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাচান,খোরদো প্রেস ক্লাবের সভাপতি মেহেদী মাসুদ ও কলারোয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ -এর সাংগঠনিক সম্পাদক মেহেদী রুবেলের নাম জড়িয়ে প্রশাসনের কালো তালিকায় জড়ানোর কুচক্রী মহলের পায়তারার এই অশুভ উদ্যেশ্য এবং মাদক বিরোধী অভিযানকে বিতর্কিত করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

একই সাথে বিবৃতিদানকারীগণ সর্বজনপ্রশংসীত জননেত্রী শেখ হাসিনার মাদক বিরোধী এই মহোতী উদ্যোগের সমর্থন ও প্রশাসনের সর্বাত্মক সহযোগীতার আশ্বাসের প্রতিশ্রুতির পাশাপাশি সর্বজনগৃহীত মাদক বিরোধী এই অভিযানকে বিভিন্ন পন্থা অবলম্বনের মাধ্যমে বিতর্কিত করার অশুভ পায়তারায় লিপ্ত যারা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সহ হস্তক্ষেপ কামনা করেছেন