কুকুরের কামড়ে শিশু ও মহিলা-সহ ২৫ জন আহত

21

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত হয়েছে। আহতরা কেশবপুর হাসপাতাল থেকে চিকিৎসা-সহ প্রতিষেধক গ্রহণ করেছে। মারাত্নক আহত অবস্থায় শিশু সন্দিপ রায়কে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল ও এলাকাবাসি সূত্রে জানাগেছে, শনিবার সকালে পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলার সূজাপুর গ্রামের খায়রুজ্জামানের স্ত্রী নাজমুন নাহার (৩৪), মৃত বারিক মোল্যার ছেলে মোঢাজ্জেল হোসেন (৩৮), বেগমপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে আবুল বাসার (৪৫), ভানীপুর গ্রামের গঞ্জেআলীর ছেলে মোজাম আলী (৫০), ব্যাসডাঙ্গা গ্রামের নেছার আলীর ছেলে আয়ুব আলী (৫০), কুসুলদিয়া গ্রামের আজিজুর রহমানের মেয়ে শ্বপ্না (২৩), সফল রায়ের ছেলে সন্দিপ রায় (৮), ইয়াকুব আলীর মেয়ে রওশানারা ইয়াসমিন (৭), মৃত খাদেম আলীর ছেলে জালাল উদ্দীন (৫৮), মিজানূর রহমানের ছেলে বিপস্নব (৬), বালিয়াডাঙ্গা গ্রামের কামরম্নল সরদারের মেয়ে তাসফিয়া (১০), আবু সাইদ মোড়লে ছেলে আবু মুছা (৪), মনিরম্নল ইসলাম মোড়লে মেয়ে রিমি (৯), আতাউর রহমানের স্ত্রী রাবেয়া (৪৫), কর্ন্দপপুর গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী ফিরোজা (৩০), আলতাপোল গ্রামের হাসান আলীর মেয়ে হাবিবা (১৬), হযরত আলীর স্ত্রী আয়েশা (৫৫), বারুহাটি গ্রামের মাদার শেখের ছেলে এলাহী বক্স (৩৫)-সহ ২৫ জন কেশবপুর হাসাপাতাল থেকে চিকিৎসা-সহ প্রতিষেধক গ্রহণ করেছে। মারাত্নক আহতাবস্থায় সন্দিপ রায়কে যশোর মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানামত্মর করা হয়েছে।

এ বিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন জানান, শিশু, নারী সহ কুকুরের কামড়ে আহতরা হাসপাতাল থেকে চিকিৎসা ও প্রতিষেধক গ্রহণ করেছে।