কাশ্মীরে প্রবল বর্ষণে ভূমিধস, নিখোঁজ ৩৫

22

অনলাইন ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের কিশ্তয়ার জেলার ডাচ্চান এলাকায় প্রত্যন্ত গ্রামে প্রবল বর্ষণে ভূমিধসে চারজনের মৃত্যু হয়েছে।

এই প্রাকৃতিক দুর্যোগের পর ওই এলাকার ৩৫ জনের বেশি মানুষ নিখোঁজ। বুধবারে সকালের এই ঘটনার পর উদ্ধারে নেমেছে সেনাবাহিনীর জওয়ান এবং পুলিশ। খবর দ্যা হিন্দুর।

জম্মুর অধিকাংশ স্থানে গত কয়েকদিন ধরেই চলছে প্রচণ্ড বৃষ্টিপাত। কাশ্মীরের কিশ্তয়ার জেলার ডাচ্চান এলাকায় বুধবার প্রবল বর্ষণে ভূমিধসে ঘটে এই প্রাণহানি। জানা গিয়েছে, ওই গ্রামে যাওয়ার কোনও রাস্তা নেই।

কিশ্তয়ারের জেলা প্রশাসক অশোক কুমার শর্মা বলেছেন, সেনাবাহিনীর একটি দল এবং পুলিশ ওই এলাকায় পৌঁছেছে। উদ্ধার কাজ শুরু হয়েছে।

কাশ্মীরে আরও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর ফলে সেখানকার নদী-নালা এবং জলাশয়ের পানিস্তর বাড়তে পারে।
এ কারণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জলাশয়ের কাছে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।