কালিগঞ্জ সদর হাসপাতাল আকষ্মিক পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

49
কালিগঞ্জ সদর হাসপাতাল আকষ্মিক পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

তরিকুল ইসলাম লাভলুঃ কালিগঞ্জ উপজেলা সদর হাসপাতাল পরিদর্শন করলেন কালিগঞ্জ উপজেলার সদ্য অভিষেক প্রাপ্ত চেয়ারম্যান সাঈদ মেহেদী। সোমবার (২২ এপ্রিল) বেলা ১২ টায় আকষ্মিক ভাবে সদর হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শনের সময় ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ চন্ডিচরণ মন্ডল এর পাশে তিনি কিছু সময় অতিবাহিত করেন।

এসএসিএম ও ডাঃ জাহাঙ্গীর হোসেন ছাড়া কর্তব্যরত কাউকে না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক সাজু, উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সভাপতি ও দৃষ্টিপাত সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক নাঈম মেহেদি অনিক, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম সহ শিক্ষক ইমাম সুধী ও সাংবাদিক বৃন্দ।