কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

29

মাসুদ পারভেজ, কালিগঞ্জ থেকেঃ উপজেলা ব্যাপী মাদক বিরোধী সাড়াশি অভিযানে ৯৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করলেও কোন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ।

কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) আজিজুর রহমানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন এবং সহকারি উপ- পরিদর্শক রাসেল সোমবার রাত সাড়ে ৩টার সময় ভারত হতে ইছামতি সাঁতরিয়ে সিমান্তবর্তী চরদাহ মানিকতলা নামক স্থানের নদীর চরে উঠা মাত্রই পুলিশের ধাওয়া খেয়ে একটি প্লাটিকের বস্তায় ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ফেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

ঐ সময় অভিযান দল ফেন্সিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসার ঘটনার সত্যতা স্বীকার করে অফিসার্স ইনচার্জ (তদন্ত) আজিজুর রহমান বলেন মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোন আপষ নাই অভিযান অব্যহত থাকবে। উক্ত ঘটনায় থানার সহকারি উপ-পরিদর্শক রাসেল বাদী হয়ে মঙ্গলবার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।