কালিগঞ্জে সরস্বতী পূজা উপলক্ষে কুশুলিয়ার বিভিন্ন মন্ডপ পরিদর্শনে কাশেম

30

নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’র বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের ছোট ছেলে শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্ল্যাহ। মঙ্গলবার সন্ধ্যার পর দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে ইউনিয়নের বাজার গ্রাম, চন্ডিতলা, কুশুলিয়া অধিকারীপাড়াসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সরস্বতী পূজায় বিপুল জনসমাগম প্রমাণ করে এদেশের মানুষ মিলেমিশে একসাথে বসবাস করে। বাংলাদেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আলাদা ধর্মীয় বিশ্বাসী হলেও তারা মনেপ্রাণে বাঙালী। পরবর্তীতে তিনি রাত ৯ টার দিকে কুশুলিয়া ইউপি’র ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর সদ্য মৃত্যুবরণকারী কাজী গোলাম মোস্তফার বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিম আহমেদ, ওয়ার্ড, ইউনিয়নসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।