মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে ঘুর্ণিঝড় ‘আম্ফান’র আশঙ্খায় মানুষের আশ্রায় নেয়া বিভিন্ন সাইক্লোন শেল্টার, আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সিফাত উদ্দিন। মঙ্গলবার (১৯ মে) সকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় সাইক্লোন শেল্টার, আশ্রয় কেন্দ্র, পরিদর্শন করেন।
ঘুর্ণিঝড় আম্ফান এর সম্ভাব্য আঘাতে ক্ষয়ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষার্থে উপজেলা প্রশাসনের গৃহীত কার্যক্রম ও এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি কালিগঞ্জ উপজেলার প্রত্যান্ত ইউনিয়ন কৃষ্ণনগর , ধলবাড়িয়া, রতুনপুর, ভাড়াশিমলা, নলতা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ, বিভিন্ন সাইক্লোন শেল্টার, আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসব স্থানে সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।
উপজেলার উপকুলবর্তী বিভিন্ন এলাকার ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা সম্পর্কে খোঁজ খবর নেন এবং মানুষের সাথে কথা বলেন। এসময় সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, অফিস সহকারী শাহিনুর আলমসহ বিভিন্ন ইউনিয়নে দায়িত্বে ট্যাগ অফিসার ও স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার ও সাংবাদিকবৃন্দ।