কালিগঞ্জে প্রথম জাতীয় বীমা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

9

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে প্রথম জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা মার্চ রবিবার বেলা ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের সামনে থেকে একটি বনাঢ্য র‌্যালী বেরহয়ে উপজেলার প্রধা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা তথ্য আপা মিরানা পারভীন, সাংবাদিক সমিতির কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, ফারিয়া ইসলামী লাইফ ইনসুরেন্স লিঃ এর কর্মকর্তা মোহাম্মাদ আলী চৌধুরি, পপুলার লাইফ ইনসুরেন্স লিঃ এর কর্মকর্তা আঃ রহমান, সন্ধানী লাইফ ইনসুরেন্স লিঃ এর কর্মকর্তা আমিরুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইনসুরেন্স লিঃ এর কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ। এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানে বিজয়িদের মাঝে পুরুস্কার তুলে দেওয়া হয়।