মাসুদ পারভেজ, কালিগঞ্জ ।। “কৃষক বাঁচলে বাচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা “এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবেনা” এর বাস্তবায়নে কালিগঞ্জে কৃষি কর্মকর্তা কৃষিবীদ রুহুল আমীনের ব্যক্তিগত অর্থায়নে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যলেেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭২০ জন কৃষকের মাঝে পাঁচ প্রকার সবজির বীজ বিতরণ করা হয়। এসময় উপস্তিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অখিল চন্দ্র বিশ্বস, উপজেলা সহকারী উৎদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্যমল কান্তি মন্ডল, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিএম শরিফুল ইসলাম , ফারুক হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, ৭২০ জন কৃষকের মাঝে লালশাক, ডাটাশাক, কমলীশাক, ঢেঁড়শ,পুইশাখসহ পাঁচ প্রকার ১৫০ গ্রাম করে সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।