নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃঞ্চনগর ইউপি চেয়ারম্যান কে.এম মোশাররফকে গুলি করে হত্যা করা হয়েছে।উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোশাররফ শনিবার (৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ইউনিয়ন যুবলীগ অফিসে বসে গল্প করছিলো। এসময় বাইরে থেকে তাকে লক্ষ্য করে দূর্বৃত্তরা গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।তিনি কৃঞ্চনগরে মৃত ছলুউদ্দীন গাজির ছেলে।
তাৎক্ষনিক মাইক্রোবাস যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।কালিগঞ্জ উপজেলা কর্তব্যরত চিকিৎসক ডা. মহাসীন অালী জানান,হাসপাতালে অানার অাগেই তিনি মৃত্যবরণ করেছেন। তার মাথায় দুটি গুলি ও ডান হাতে এবং বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।হত্যাকান্ডে জড়িতদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।