কালিগঞ্জের চাম্পাফুলে উন্নয়ন সংস্থার প্রসপারিটির আওতায় অবহিতকরণ সভা

25

নিজস্ব প্রতিনিধি : আজ বুধবার (০৩ মার্চ) পিকেএসএফ-এর সহযোগিতায়, উন্নয়ন প্রসপারিটি প্রকল্পের কর্মসূচি বাস্তবায়নের লক্ষে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৩নং চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক।

সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মো. তারিকুর রহমান, প্রকল্প সমন্বয়কারী, প্রসপারিটি প্রকল্প,উন্নয়ন। আরো উপস্থিত ছিলেন মো. আলী মর্তুজা (টিওসি এম), চাম্পাফুলের শাখা ব্যবস্থাপক সাজ্জাদ হোসাইন, এটিও রোনাল্ড রাজিব বাড়ৈ ও মোহাম্মদ ইসরাইল হোসেন, হিসাবরক্ষক কাজী সাবিরুল ইসলাম ও সকল ইউপি সদস্য গন।।

সর্বপরি, অবহিতকরন সভার ফলে উপস্থিত সকলের প্রসপারিটি প্রকল্প সর্ম্পকে সম্মক ধারনাসহ, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নানাবিধ সরকারি সুবিধা সমুহ সর্ম্পকেও ধারণা অর্জন হয়েছে।