কালবের ১১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

10

আজিজুর রহমান, কেশবপুর : কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১১ তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকালে স্থানীয় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রভাষক স.ম.কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফছার উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালবের গ অঞ্চলের ডিরেক্টর শারমিন জাহান মঞ্চু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ অঞ্চলের সাবেক ডিরেক্টর রাশেদুজ্জামান ঝিলাম, উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি সাংবাদিক মোতাহার হোসাইন, কালবের যশোর জেলা ব্যবস্থাপক শাহিনুল হাসান, ক্লাস্টার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই ও মণিরামপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান। সভায় সদস্যদের কৃতি সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি, সম্মাননা পত্র ও শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।