কামারখন্দে জুয়ার আসর জ্বালিয়ে দিলেন ইউএনও

21
কামারখন্দে জুয়ার আসর জ্বালিয়ে দিলেন ইউএনও

নাজমুল হাসান অনিক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জুয়ার আসর গুড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম।

সোমবার বিকেলে উপজেলার খামার বড়ধুল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনা শোনার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেন

জানা যায়, বেশ কিছু দিন যাবত উপজেলার খামার বড়ধুল গ্রামে কিছু জুয়ারু টাকা দিয়ে জুয়া খেলছিল। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কামারখন্দ থানার উপরিদর্শক (এসআই) দয়াল কুমার ব্যানার্জী সহ একটি দল অভিযান চালায়। প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জুয়ারুরা। তবে ঘটনাস্থলেই জুয়া খেলার সরঞ্জামাদি জালিয়ে দেয় প্রশাসন।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, খামার বড়ধুল এলাকায় কিছু মানুষ জুয়া খেলছিল এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে কাউকে আটক করা না গেলেও ঘটনাস্থলেই জুয়া খেলার সরঞ্জামাদি জালিয়ে দেয়া হয়।