কাজিরহাটে ট্রাক চাপায় নিহত মাদ্রাসা ছাত্র

72

সরদার জিল্লুর কাজিরহাট: কলারোয়ার কাজিরহাট সংলগ্ন চারা বটতলায় এক সড়ক দূর্ঘটনায় তানজিরুল ইসলাম অপু (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার বিবরনে জানা যায় যে, বৃহস্পতিবার বেলা ৩টার সময় কেরালকাতা ইউনিয়নের কেরালকাতা গ্রামের  মো: আমিরুল ইসলামের দুই পুত্র অপু ও দিপু দুই ভাই পান্জাবী তৈরী করার উদ্দেশ্যে সাইকেল যোগে বাঁগআচড়া যাওয়ার পথে দূর্ঘটনার স্বীকার হয়।

যশোর গামী একটি ট্রাক ঢাকা মেট্রো- চ ১১-৭৭০৭ দ্রুত গতিতে যাওয়ার সময় সাইকেলে আঘাত করলে দুই ভাই অপু এবং দিপু সাইকেল থেকে ছিটকে পড়ে। ফলে ছোট ভাই মাদ্রাসা ছাত্র অপু ঘটনা স্হলেই মারা যায় এবং বড় ভাই দিপু আঘাত প্রাপ্ত হয়ে কলারোয়া স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি আছে। অপু স্হানীয় পাঁচ ধানঘোরা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র এবং একই সাথে সে হাফিজি পড়তো। ঘাতক ট্রাক এবং  ড্রাইভার  বাঁগআচড়া মোটর শ্রমিক ইউনিয়নে জব্দ আছে। অপুর বাবা বর্তমানে মালেশিয়া প্রবাসি, পরিবারে শোকের মাতম চলছে। নিহতের লাশ এই মুহুর্তে  তার গ্রামের বাড়ীতে আছে এবং থানায় মামলার প্রস্ততি চলছে।