কসবামান্দা অরুণোদয় সংঘের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত

16

মাহবুবুজ্জামান সেতু নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় “কসবামান্দা অরুণোদয় সংঘ” এর উদ্যোগে এক বিশাল ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি ) বিকেলে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কসবামান্দা বাজার সংলগ্ন ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় । মুজিব শতবর্ষ উপলক্ষে এ টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (সুমন) ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মান্দার “বাদলঘাটা উত্তরপাড়া যুবসংঘ” ফুটবল একাদশ বনাম নিয়ামতপুরের “মেসার্স সোহানা টেলিকম”ফুটবল একাদশ। খেলার নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষই কেউ কাউকেই গোল দিতে না পারার কারণে খেলাটি অমিমাংসিত থেকে যায়। এরপর খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ট্রাইবেকারের মাধ্যেমে উদ্বোধনী খেলার পরিসমাপ্তি ঘটানো হয়। এতে নিয়ামতপুরের “মেসার্স সোহানা টেলিকম”ফুটবল একাদশ বিজয় লাভ করে।খেলাটি পরিচালনা করেন নিয়ামতপুর থেকে আমন্ত্রিত রেফ্ররি সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, “কসবামান্দা অরুণোদয় সংঘের সভাপতি মেহেদী হাসান, সহ- সভাপতি ফিরোজ আলী,সাধারণ সম্পাদক আলিমুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক চন্দন কুমার,সদস্য মাসুম পারভেজ,বেনজির মোঃ বাদল, অচিন্দ্র চন্দ্র দাসসহ অত্র ক্লাবের সকল সদস্যবৃন্দ।

অন্যন্যদের মধ্যে ভারশোঁ ইউনিয়ন ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ¦ মোশারফ হোসেন মৃধা,২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল কাসেম সরকার, সহ- সভাপতি হারেজ আলী, ভারশোঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ইউপি সদস্য সারোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যনের একান্ত আস্থাভাজন আলমামুন বুলেট, এম অঅর এস গ্রæপের সদস্য আনোয়ার হোসেন রুপো,হারুন- অর রশিদ, জামাল হোসেন, রাসেল, শাহিন, রনজিৎ,আতাউর রহমান এবং সবুজসহ বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ফুটবল প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উক্ত খেলাটি আটটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে এ খেলার প্রথম পুরস্কার হিসেবে থাকবে একটি বড় খাসি এবং দ্বিতীয় পুরস্কার একটি ছোট খাসি।