কলেজ বাজারের দুগর্ন্ধটা যেন নিত্যদিনের সাথী

22
কলেজ বাজারের দুগর্ন্ধটা যেন নিত্যদিনের সাথী
কলেজ বাজারের দুগর্ন্ধটা যেন নিত্যদিনের সাথী

মোঃ নয়ন হোসাইন পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  পীরগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত কলেজ বাজার। আর ব্যস্ত এই বাজারে বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা যায় আবর্জনা। আজাদ স্পোটিং ক্লাব, মাংসের দোকান সংলগ্ন, কাঁচা বাজার, কাপড়হাটি সহ বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। বিভিন্ন দুর দুরান্ত থেকে আসা ব্যবসায়ীরা দোকান নিয়ে বসতে পারেনা।

আজাদ স্পোটিং ক্লাব সংলগ্ন এক দূর থেকে আসা ব্যবসায়ী। দোকানদার জানান আমি প্রায় ১ বছর ধরে এখানে ময়লা দেখে আসছি। মাঝে মধ্যে পৌরসভার গাড়ি আসে ময়লা নিয়ে যায়। এই জায়গাতে ময়লা না ফেললে অনেকগুলো দোকান বসত। স্বচোখে দেখা যায় বিভিন্ন ফল দোকানদার গুলো ডাস্টবিনে ময়লা না ফেলে ফেলছে এর সামনে আর ফাঁকা কিছু জায়গায় আর ফেলছে রাস্তার ধারে। এতে সাধারণ মানুষের চলাচল করতে অসুবিধা হয়।