জুলফিকার আলী, কলারোয়া প্রতিনিধি ।। সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চীনা কমিউনিস্ট পার্টির দেওয়া সার্জিকাল মাস্ক ও হ্যান্ড গ্লাভস দিলো উপজেলা ওয়ার্কার্স পার্টি। রোববার এ জরুরি স্বাস্থ্য সামগ্রী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের হাতে তুলে দেন-সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল খায়ের।
জানা গেছে, উন্নত প্রযুক্তির মানসম্মত চীনা সার্জিকাল মাস্ক ও হ্যান্ড গ্লাভস এর ১০ টি বক্স হস্তান্তর করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: শফিকুর রহমানসহ অন্যান্যরা।