কলারোয়া সীমান্তে চা-পাতিসহ আটক ১

12
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়া সীমান্তে ৯৯কেজি চা-পাতি সহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। উপজেলার কেঁঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা এলাকা থেকে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ইয়ারুল ইসলাম (৪৩) কে আটক করে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা।

আটক ইয়ারুল সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের মৃত হযরত আলীর পুত্র। কাকডাঙ্গা বিওপির জেসিও শরিফুল ইসলাম জানান- চোরাচালন প্রতিরোধে টহলরত বিজিবি সদস্যরা ৯৯ কেজি ভারতীয় চা-পাতি সহ ইয়ারুলকে আটক করে। পরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়।

উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ২৯হাজার ৭’শ টাকা। এ ঘটনায় বিজিবি বাদি হয়ে থানায় একটি মামলা নং-২(৩)১৯ করেছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।