কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন শিক্ষকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সহকারী শিক্ষক মশিউর রহমান, মাওলানা আব্দুদ দাইয়ান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, দেবাশীষ সরদার, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রাণী পাল, সাথী মনি, নূরজাহান, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক।