কলারোয়ায় ১৯৩ পিচ ফেনসিডিলসহ যুবক আটক

14

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় ১৯৩ পিচ ফেনসিডিলসহ আঃ গণি (৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগছি ইউনিয়নের কাঁকডাঙ্গা গ্রামের মৃত সোনালী গাজীর ছেলে।

সোমবার দুপুরে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান- মাদক বিরোধী অভিযান চলাকালে সোমবার ভোর রাতে থানার সেকেন্ড অফিসার এসআই নাজিমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে দুইটি বস্তা সহ আঃ গণিকে আটক করে।

পরে ওই বস্তায় তল্লাসী চালিয়ে ১৯৩পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-২২(৩)১৯ দায়ের হয়েছে।