কলারোয়ায় সফল প্রকল্প, উত্তরণের প্রান্তিক ব্যবসায়ীদের মাঝে ব্যবসায়িক উপকরণ বিতরন।

91
কলারোয়া
কলারোয়া

মো : আজিজুল ইসলাম(ইমরনা): সাতক্ষীরা কলারোয়া উত্তরণ শাখার সফল প্রকল্পের অফিসকক্ষে, সিনিয়ার প্রজেক্ট ম্যানেজার জনাব মোঃ ইকবাল হোসেন ও একাউন্টস অফিসার জনাব মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে প্রকল্পের নির্বাচিত ব্যবসায়ীক উপকার ভোগীদের মাঝে কৃষি ব্যবসায়ীক উপকরণ বিতরন করেন।

বিষ মুক্ত সবজি উৎপাদন, বাজারজাতকরণ, সঠিকভাবে পন্য সংরক্ষন ও সঠিক মূল্য পেয়ে প্রান্তিক কৃষি পর্যায়ের চাষিদের আর্থিক উন্নয়নের লক্ষে ব্যবসায়ী মোঃ ইয়াকুব আলী, হেলাতলা,দামোদরকাটি,মোঃ আমজাদ হোসেন, চন্দনপুর, নাথপুর,মোঃ রফিকুল ইসলাম, বয়েরডাঙ্গা, চন্দনপুর এ তিন জন ব্যবসায়ীদের মাঝে ত্রিপল ৬ পিছ, মেগা ২০০ কেজির পাল্লা-৩পিছ, ক্যারেট-৩০পিছ, হিসাব খাতা- ৬পিছ, ক্যালকুলেটর-৩পিছ বিতরন করেন করেন প্রকল্পটি।

এই বিষয়ে জানতে চাইলে উপকার ভোগীরা বলেন, আমাদের ব্যবসার পন্য পানিতে নষ্ট হয়ে যেত, মালামাল সঠিকভাবে মাপতে পারতাম না, আয় ব্যায় হিসাব রাখতে পারতাম না,এ গুলো পেয়ে আমাদের ও সংগঠনের অনেকটা উন্নয়ন হবে বলে আশা করছি। এ সময় আরও উপস্থিত ছিলেন, মোঃ মুস্তাাফিজুর রহমান, সাপ¬াই চেইন অফিসার, সফল প্রকল্প-উত্তরণ মোঃ মুস্তাফিজুর রহমান,প্রজেক্ট অফিসার, সফল প্রকল্প, সলিডারিডাড খোকন সরদার, মাঠ সংগঠক সহ আরও অনেকে।