কলারোয়ায় বিষ ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

19
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় ঘেরে পানির পোকা মারা বিষ ট্যাবলেট খেয়ে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার ধানদিয়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে।

থানার এসআই পিষুয কান্তি ঘোষ জানান-উপজেলার ধানদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মামুন ঘরে থাকা বিষ ট্যাবলেট সেবন করে সে তার নিজ বাড়ীতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে আত্মহত্যা করেছে মার্মে থানা পুলিশকে জানানো হয়েছে। সে অনুযায়ী নিহতের বিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা নং-১৪(৪)১৯ হয়েছে।