জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় ফেনসিডিল ও নারী নির্যাতন মামলায় দুই ব্যক্তি আটক হয়েছে। মঙ্গলবার ভোররাতে তাদের বাড়ী থেকে থানা পুলিশ আটক করে। আটকৃতরা হলো-কলারোয়া উপজেলার ভদিয়ালী গ্রামের মৃত শাহ জাহান আলী দালালের ছেলে মুনছুর আলী দালাল (৩০)।
তার বিরুদ্ধে ৩০হাজার টাকা মুল্যের ৫০পিস ফেনসিডিল উদ্ধারের ৫(১)১৯ নং মামলা রয়েছে। সে অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলারোয়া থানার এসআই শারমিন সুলতানা শিখা সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার ভোররাতে তার বাড়ী থেকে আটক করেন।
অপরদিকে থানার সেকেন্ড অফিসার এসআই নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে নারী নির্যাতন মামলায় উপজেলার চান্দা গ্রামের মৃত মোকাববেল গাইনের ছেলে হাফিজুর রহমান গাইন (২৫)কে তার বাড়ী থেকে আটক করেন। তার বিরুদ্ধে কলারোয়া থানায় যৌতুক আইনে ৯(৩)১৯ নং মামলা রয়েছে। থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন-আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।