শফিকুর রহমান, কলারোয়া, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় জমি জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক সংঘর্ষে ৬জন জখম হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় একজনকে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ ১লা ফেব্রুয়ারি -শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে-ওই গ্রামের মৃত শামসুর রহমান গাজীর ছেলে আঃ ওহাব গাজীর সহিত একই গ্রামের মোশাররফ হোসেন ও রফি গাজীর সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে একটি মামলাও চলছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে আদালতে মামলা চলাকালে প্রতিপক্ষ মোশাররফ ও রফি গাজী স্থানীয় ভাবে একটি শালিস ডাকে। এনিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে মোশাররফ হোসেনের নেতৃত্বে দা-লাঠি ও লোহার রড নিয়ে রফি গাজী, রনি, সাজু, বাপ্পী, খালেক, নারগীজ, নুরজাহান, শিফালী, নুরনাহার, জামেলা দলবদ্ধ হয়ে হামলা চালিয়ে আঃ ওহাব গাজী (৫০), রাবিয়া (৭৫), ফারজানা (১৫), মেহেদী হাসান বিপ্লব (২২), মুক্তা খাতুন (২৫) ও তহমেনা খাতুন (৩৭) কে জখম করে জমি দখলের চেষ্টা করে।
এ ঘটনায় নতুন করে আর কোনো অভিযোগ বা মামলার তথ্য পাওয়া যায়নি ।