কলারোয়ায় ধান ভর্তি ট্রাক উল্টে পুকুরে

20
ধানসহ ট্রাক উল্টে গিয়ে পুকুরের মধ্যে পড়ার দুর্ঘটনা ঘটেছে ।
ধানসহ ট্রাক উল্টে গিয়ে পুকুরের মধ্যে পড়ার দুর্ঘটনা ঘটেছে ।

বিশেষ প্রতিবেদকঃ ধানসহ ট্রাক উল্টে গিয়ে পুকুরের মধ্যে পড়ার দুর্ঘটনা ঘটেছে ।এতে কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। তবে ট্রাক ভর্তি ধানসহ উল্টে পুকুরের পানিতে ধান ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে মালিক পক্ষ।

সাতক্ষীরার কলারোয়র চন্দনপুর হইতে চান্দুড়িয়া সড়কে ধান বোঝায়ট্রাক পাল্টি খেয়ে পুকুরে পড়ার এ দুর্ঘটনা ঘটেছে। হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ধান ব্যাবসায়ী।

ভাঙ্গাচোরা সড়কটি সংস্কার করা ও দেখার কেউ নেই। এমনটাই বলেন স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে চান্দুড়িয়া বাজার থেকে ভাই ভাই ট্রের্ডাস ২৫১বস্তাধান ভর্তি করে ট্রাকটি কলারোয়ার উদ্যেশে রওনা হয় ।

এমতাবস্থায় কাদপুর গ্রামের মৃত মোজামউদ্দিন’র পুকুর সংলগ্ন ভাঙ্গাচোরা সড়কে পৌছালেই ট্রাকের ডান পাশের পেছনের টায়ার পামছার হয়ে এ দুর্ঘটনা ঘটে । ট্রাকের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে উল্টে ট্রাকটি পুকুরের ভিতরে নিপোতিত হয় ।

স্থানীয়রা ট্রাকে থাকা পুকুর থেকে ধানের বস্তা গুলো উদ্বার করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি পুকুরে পড়েছিল ।ট্রাকটি পানি পুকুর থেকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে ট্রাক মালিক পক্ষ বলে জানা যায়।
এদিকে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ঠদের কাছে জোর দাবি জানিয়েছেন।