কলারোয়ায় জামাইয়ের হাতে শ্বশুর নিহত

27
কলারোয়া
কলারোয়া

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নিজ বাড়িতে জামাইয়ের হাতে শ্বশুর খুন হয়েছে। সোমবার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আবুল কাশেম (৭২) কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের মৃত করিম গাজীর ছেলে।  ঘাতক আঃ জলিল (৪০) হেলাতলা ইউনিয়নের উত্তর দিগং গ্রামের আঃ হামিদ বিশ্বাসের ছেলে।

কলারোয়া থানা পুলিশ ও নিহতের স্ত্রী রোজিনা বেগম জানান, দশ বছর পূর্বে দিগং গ্রামের আঃ জলিলের সাথে তার কন্যা রেশমা বেগমের বিয়ে হয়। সতিনের সংসারে এসে রেশমা স্বামী আ: জলিল দ্বারা বিভিন্ন ভাবে নির্যাতিত হতে থাকেন।

পারিবারিক অশান্তির কারণে রেশমা ঈদের কয়েকদিন পূর্বে বাবার বাড়িতে চলে আসেন। গতকাল সোমবার আঃ জলিল রেশমাকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরালয়ে আসলে শ্বশুরের সাথে তার কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সে শ্বশুরকে সজোরে চড় মারে। বৃদ্ধ শ্বশুর পাশের দেয়ালে আছড়ে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘাতক পালানোর চেষ্টা করলে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘাতক জামাতাকে আটক করে ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।