কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত ২ আসামী আটক

9

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত ২ আসামী আটক হয়েছে। এর মধ্যে এক আসামীর কাছ থেকে ২১পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

বুধবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান-গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই নুর আলী, কামরুল ইসলাম, রবিউল ইসলাম ও সবুর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার সিংহলাল গ্রামের গোলাম ছরোয়ার সানার ছেলে জিআর-২৩২/০৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আঃ সালাম রিপন (২৮) ও পারিকুপি গ্রামের লুৎফর রহমানের ছেলে জিআর-৩৫৯/১৭ মামলার আসামী ইয়াছিন আলী (৩৮)কে তাদের বাড়ী থেকে আটক করা হয়।

এর মধ্যে ইয়াছিন আলীর নিকট থেকে ২১পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সকালে উভয়কে আদালতে সোপর্দ করা হয়েছে