জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একাধীক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নজরুল ইসলাম (৪৫) কে আটক করেছে। সে উপজেলার বড়ালী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
শনিবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান-তার নেতৃত্বে থানার এএসআই নূর আলী, এএসআই কামরুল হাসান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ী থেকে আটক করে।
আটককৃত নজরুল ইসলামের বিরুদ্ধে ৫টি মাদক মামলায় ৩টি ওয়ারেন্ট রয়েছে। সকালে তাকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।