কলারোয়ায় উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

49
কলারোয়ায় উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় কোমলমতি ক্ষুদে কাব স্কাউটদের নিয়ে ৬ষ্ঠ তম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। ‘কাবিং করবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’- শীর্ষক স্লোগানে ২মার্চ থেকে শুরু হয়ে ৪মার্চ পর্যন্ত ৩দিনব্যাপি এ ক্যাম্পে উপজেলার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৬জন করে শিক্ষার্থী স্কাউটরা ও একজন করে শিক্ষক অংশ নিয়েছেন।

প্রথম দিনে তাবু জলশার মহড়ায় মেতে ওঠে ক্ষুদে স্কাউটাররা। শনিবার (২মার্চ) সন্ধ্যায় পৌরসদরের গালর্স পাইলট হাইস্কুলের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজ।

পজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটসের সাবেক কমিশনার অধ্যক্ষ ইউনুস আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার উদ্দীন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনর রশীদ, জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ ও ভাদিয়ালী হাইস্কুলেল প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, উপজেলা স্কাউটসের কমিশনার ইউনুস আলী, স্কাউট লিডার মাস্টার মনিরুজ্জামান, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান,

কাব লিডার মাস্টার অনুপ কুমার, মাস্টার আব্দুল ওহাব মামুন, মোতালেব হোসেন, শেখ শাহাজাহান আলী শাহীন, রোভার ও সহযোগি সদস্য আবির মাহমুদ তোহা, মিজানুর রহমান শুভ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্কাউট লিডার প্রধান শিক্ষক তহমিনা খাতুন লিলি।