জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে হাসপাতাল রোডে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে সভাপতি মীর শাহাদাত হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক বিষয় ও আসন্ন বনভোজন উপলক্ষ্যে আলোচনা করা হয়।
সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমনের সঞ্চালনায় সুপার স্টার কোম্পানির কলারোয়ার পরিবেশক আখলাকুর রহমান শেলি, প্রতিনিধি সমরেশ কুমার, ওয়ালটনের প্রতিনিধি নাজমুল হুসাইন, বিজলী ক্যাবলের প্রতিনিধি মামুন হোসেন, ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সহ.সভাপতি শফিকুল ইসলাম, এসএম মিন্টু, যুগ্ম সম্পাদক শংকর কুমার কুন্ডু, ইকবাল হোসেন, মহাসীন কবির, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শান্টু, অর্থ সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক নাদিমুজ্জামান নাদিম, দপ্তর সম্পাদক আল আমিন, ইব্রাহিম হোসেন, আল মামুন রিপন, হাসান আলী, শহিদুল ইসলাম, তৌহিদুজ্জামান, আবু তাহের মাতব, আক্তারুজ্জামান, শরিফুল ইসলাম, সোহাগ হুসাইন, চঞ্চলসহ ইলেকট্রিশিয়ানগণ ও ইলেকট্রিক কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর কাছে সংগঠনটির বনভোজনের আমন্ত্রনপত্র পৌছে দেন নেতৃবৃন্দ।