কলারোয়ার ১১নং দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

10
লাল সবুজের কথা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলাধীন ১১নং দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনের মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়ার শেষ দিন ছিল আজ ২৭ শে মে ২০১৮ ইং তারিখ।

সূত্রে জানা যায়,কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১১নংদেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মোঃ ওয়াজেদ মেম্বর প্যানেল এবং কলারোয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক,১১নংদেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য জি.এম.মতিয়ার রহমান প্যানেলের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল। কিন্তু ২৭.০৫.২০১৮ ইং তারিখ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন থাকলেও মোঃ ওয়াজেদ মেম্বর মনোনয়ন পত্র কিনলেও জমা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে অভিভাবক সদস্য নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সুতরাং, কোন প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য জনাব জি.এম. মতিয়ার রহমানের অভিভাবক সদস্য প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ।

সংশ্লিষ্ট সূত্র জানায় যে,আগামী দু’তিন দিন পর নির্বাচিত অভিভাবক সদস্যের ভোটে দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য জি.এম.মতিয়ার রহমানের প্যানেল বিজয়ী সম্পর্কে কলারোয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম লাল্টু তার প্রতিক্রিয়ায় বলেন,দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে জয়ী হয়েছে বনেদী আওয়ামীলীগ প্যানেল,আর পরাজয় হয়েছে অনুপ্রবেশকারীদের প্যানেল।

জি.এম.মতিয়ার রহমান তার সাথে থেকে কাজ করার জন্য আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।পাশাপাশি দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানো এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।।