কলারোয়ার লাঙ্গলঝাড়ায় এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপিকে সংবর্ধনা

9
কলারোয়ার লাঙ্গলঝাড়ায় এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপিকে সংবর্ধনা

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ার লাঙ্গলঝাড়ায় সাতক্ষীরা-১,তালা-কলারোয়া আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে লাঙ্গলঝাড়া বাজারে ওই সংবর্ধনার আয়োজন করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আ.লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় এমপি নির্বাচিত হওয়ায় তাঁকে এ গণসংবর্ধনা প্রদান করা হয়।

লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন-এ বিজয় জনগণের, এ বিজয় উন্নয়নের। তাই আগামিতে উন্নয়ন তরান্বিত করতে যেকোন দুর্নীতিকে কঠোরহস্তে দমন করা হবে। প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকল উন্নয়নে জনসাধারণকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন।

বিশেষ অতিথি ছিলেন-কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন। ইউনিয়ন আ.লীগের নেতা মাস্টার রিয়াজ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সাবেক এলজিইডি কর্মকর্তা আবেদুর রহমান, কলারোয়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আ.লীগনেতা জামাই সিরাজ, ইউপি সদস্য কামরুজ্জামান, আবু তাহের, ওয়ার্ড আ.লীগের সভাপতি আল মামুন মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল বারিক, সাধারণ সম্পাদক হাসান শেখ,আ.লীগনেতা শামিমুজ্জামান, কাদের মল্লিক, কবিরুল ইসলাম, আনারুল ইসলাম, সোহাগ, ভিপি মারুফসহ এলাকার হাজার হাজার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপিকে নৌকার প্রর্তীক উপহার হিসাবে প্রদান করেন লাঙ্গঝাড়া ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দ।