কলারোয়ার মদনপুরে জামে মসজিদ উদ্বোধন

13
কলারোয়ার মদনপুরে জামে মসজিদ উদ্বোধন

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় ডিএম নাছির উদ্দিন দাখিল মাদ্রাসায় নির্মিত হলো জামে মসজিদ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদ প্রতিষ্ঠাতা শিক্ষক নাসির উদ্দিনের সভাপতিত্বে উপজেলার মদনপুরে এ মসজিদের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।

উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক ও জেলা আ.লীগের উপদেষ্ঠা সাজেদুর রহমান খান চৌধুরী মজনুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মসজিদ নির্মানের কাজের উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, ইউপি সদস্য কামাল হোসেন লাভলু, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, ওহেদ আলী ও মাদ্রসারা সুপার মাহবুব হোসেন,

যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর প্রার্থী শফিউল আলম শফি, সরকারী কলেজের সাবেক এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, সাবেক ছাত্রলীগনেতা মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি ডালিম হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন- মাওলানা জিয়াউল হক।