কলারোয়ায় ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার

17

বিশেষ প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া সোনাতলা বাওড়কান্দা পাড়ার মোঃ আঃ গনি দফাদারের ছেলে মোঃ আসাদুজ্জামান আসাদ (২৮)কে আটক করেছে কলারোয়া থানা পুলিশ।

১৮ই জুলাই বুধবার সাড়ে ৯টার দিকে,
থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদের নির্দেশনায় মাদক বিরোধী অভিযানে এসআই(নিঃ) মোঃ মাজরিহা হুসাইন সংঙ্গীয় ফোর্সসহ উপজেলার সরসকাটি বাজারস্থ জনৈক রফিকুল ইসলাম, পিতা-রহিম বক্স দালাল এর মাংসের দোকানের সংলগ্ন, যুগীখালী টু সরসকাটি পাকা রাস্তার উপর থেকে তাকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ।

ধৃতের বিরুদ্ধে কলারোয়া থানার এফ আই আর নং-১৬/২৪৫,জি আর নং-২৪৫/১৮,
ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন রুজু করা হয়েছে বলে অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ সাংবাদিকদের নিশ্চিত করেন।