বিশেষ প্রতিবেদক
:
‘গাছ লাগান পরিবেশ বাঁচান ‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে –
সাতক্ষীরার কলারোয়া দেয়াড়ার খোরদো বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে,৩০ লক্ষ শহীদের স্বরনে জাতীয় বৃক্ষ রোপন সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
জাতীয় বৃক্ষরোপন অভিযান সপ্তাহ উপলক্ষে – মাননীয় প্রধানমন্ত্রী ১৮ই জুলাই সকালে বৃক্ষ রোপন কর্মসূচি সপ্তাহের উদ্বোধন করেন।
তারই ধারাবাহিকতায় শহীদদের স্বরনে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি সপ্তাহ পালনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যয়,উপজেলার খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুর ইসলাম গাছের চারা রোপন করে উক্ত বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন করেন।
” জাতীয় বৃক্ষ রোপন” সপ্তাহ উপলক্ষ্যে কলারোয়া মাধ্যমিক শিক্ষা অফিস কতৃক প্রদত্ত গাছের চারা ৩০ লক্ষ শহীদের স্মরণে,খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণের পড়িত জায়গায় শহীদের স্মৃতি চিহ্ন সংরক্ষণ করার উদ্দ্যেশে বিভিন্ন জাতের ৪০ টি গাছ রোপন করা হয়েছে ।
এবং সেই সাথে ছাত্র/ ছাত্রীদেরকে উদ্দেশ্যে গাছের উপকারিতা সম্পর্কে অবহিত করে গাছ গুলি রোপনের সময় উপস্থিত ছিলেন,শিক্ষক বিষ্ণ পদ দত্ত, শিক্ষক দিলিপ কুমার পাল , শিক্ষক আলমগীর কবির,শিক্ষক অহেদুজ্জামান (ওয়াসিম),শিক্ষক সাইফুল ইসলাম,শিক্ষক আজিবার রহমান,শিক্ষক হুমায়ুন কবির, শিক্ষক তোহিদুজ্জামান,শিক্ষক ইনতাজুল ইসলাম,শিক্ষক শফিকুল ইসলাম,শিক্ষক জাহাঙ্গীর আলম,শিক্ষক কৃষ্ণ কুমার পাল, শিক্ষক সবুজ হোসেন, কর্মচারী রজবালী গাজী ,খোবির হোসেন (অলক)প্রমুখ।এবং শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থীরা ।
এদিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার খোরদো সালেহা হক গার্লস স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিতিতে, ৩০ লক্ষ শহীদের স্মৃতি চিহ্ন ধারনে বিদ্যালয় প্রাঙ্গণের পড়িত যায়গায় জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি সপ্তাহ উদ্বোধন ও গাছ লাগানো হয়েছে বলে জানা যায় ।