কলারোয়ায় কপোতাক্ষ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অফিস উদ্বোধন

28

বিশেষ প্রতিবেদকঃ সমবায় শক্তি,সমবায় মুক্তি এই প্রতিপাদ্যকে লক্ষ্য করে –
সাতক্ষীরা কলারোয়ার দেয়াড়ায়,দেয়াড়া কপোতাক্ষ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে।

উপজেলার খোরদো হাইস্কুল সংলগ্ন গাজী মার্কেটে অফিসের নিজ কার্যালয়ে দেয়াড়া কপোতাক্ষ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি অফিসের সভাপতি মনিরা পারভীন মিরা’র সভাপতিত্বে ও সমবায় সমিতির সার্বিক ব্যবস্থাপনায়,১১জুন বুধবার বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন ওই অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

কপোতাক্ষ সমবায় সমিতির অফিস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব নওশের আলী – উপজেলা সমবায় অফিসার কলারোয়া,
প্রধান শিক্ষক শহিদুল ইসলাম – খোরদো সালেহা হক গার্লস মাধ্যমিক বিদ্যালয়,রফিকুল ইসলাম মিলন – দেয়াড়া ইউপি সদস্য,সরদার কালাম – সংবাদদাতা,এএসআই এজাজ মাহমুদ – খোরদো ক্যম্প,মোঃ আবুবক্কর- সমবায় সমিতি কামারালী অফিস সহকারী,
শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,শিক্ষক মোঃ ওয়াসিম তাবাস্সুম ,রতন সেন বিশিষ্ঠ ব্যাবসায়ী, প্রনব সাহা ডাসবাংলা ব্যাংক ম্যানেজার খোরদো শাখা,শিক্ষক আঃ রহিম প্রমুখ।

বাল্যবিবাহ বন্ধ ,মাদক বিরোধী আলোচনা,জংগিবাদ,সন্ত্রাস দমন,
বেকারত্ব্য দুরিকরন, সমাজ সচেতনতা, প্রতিটি মানুষকে বাল্যবিবাহ প্রতিহত করা, শিক্ষিত বেকার যুবসমাজকে কর্মের অনুপ্রেরণা, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং মাদকদ্রব্য নির্মুল প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ।

এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সমবায় অফিসার মোঃ নওশের আলী,শিক্ষক শহিদুল ইসলাম, মেম্বর রফিকুল ইসলাম, শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অনেকেই ।
এছাড়াও ওই সমিতির সাধারণ সম্পাদক নাহিদ পারভেজের বিশেষ ব্যবস্থাপনায় – মোঃ একরামুল কবির,ইমাদুল ইসলাম,জাকির হোসেন,জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান আসাদ, সুজাউদ্দিনসহ ২৫ সদস্য ও দাওয়াতী মেহমানদের উপস্থিতিতে, দেয়াড়া কপোতাক্ষ সার্বিক উন্নয়ন সমবায় সমিতির অফিস সহকারী আঃ ছালাম অনুষ্ঠানের পুর্নসঞ্চালনা করেন।