বিশেষ প্রতিবেদক
:
সাতক্ষীরার কলারোয়ায় পরিবর্তনকামী নাগরিক হিসেবে জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করণে – ধর্মীয় নেতৃবৃন্দের (ইমাম) দক্ষতাবৃদ্ধিতে উন্নয়ন মুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬শে জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মশালায়,ইমাম মোঃ নাছির উদ্দিন ফারুকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দেয়াড়া ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে।
অগ্রগতি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ইমামদের উদ্বুদ্ধ করন প্রশিক্ষণ কর্মশালায় – তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকল বয়সী মানুষকে দেশের উন্নয়ন চিত্র, ধর্মীয় বিষয়সহ বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা মোঃ শেখ কামরুল ইসলাম – ইমাম কলারোয়া উপজেলা জামে মসজিদ,মাওলানা মোঃ তৌহিদুর রহমান ইমাম তালা উপজেলা জামে মসজিদ এবং ,মোঃ নুরুল আমিন খান -পরিচালক অগ্রগতি সংস্থা উপজেলা শাখা।
এছাড়াও উপজেলার দেয়াড়া ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন মসজিদের ইমাম, খতিবদের মধ্যে – হাফেজ মাওঃ মোঃ আমিরুল ইসলাম খতিব খোরদো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ,হাফেজ মোঃ ইসহাক আলী খোরদো কওমী মাদ্রাসা শিক্ষক ও ইমাম,মাওলানা মোঃ মনিরুল ইসলাম শিক্ষক ও ইমাম ,ওয়াজী ও ইমাম অন্ধ হাফেজ মাওঃ মোঃ হযরত আলী, মাওলানা মোঃ আরিফ বিল্লাল শিক্ষক ও ইমাম,হাফেজ মোঃ সিরাজুল ইসলাম শিক্ষক ও ইমাম, ইমাম ও শিক্ষক মোঃ আব্দুস সামাদ এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ কাওসার আলী প্রমুখ।