করোনাভাইরাসে তালার জালালপুরে ৩১৩জন কর্মহীন মানুষের জিআর চাল বিতরণ

34

এসএম বাচ্চু, তালা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদে করোনো ভাইরাসের কারনে সরকার প্রদত্ত ২.৫০০মেট্রিক টান চাউল ৩১৩জন কর্মহীন মানুষের মাঝে বিতারন করা হয়েছে।

জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, সারা বিশ্ব ন্যায় বাংলাদেশ এখন করোনা ভাইরাস নাম রোগ আসায় সরকার এক প্রকার সারা দেশে লক ডাউন ঘোষনা করায় কর্মহীন হয়ে পরে ছে অনেক অসহায়, দুস্থ পরিবার। তারই পেক্ষিতে সরকার প্রদত্ত আমার ইউনিয়নে ২.৫০০মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ৩১৩ জন অসহায় কর্মহীন হয়ে পরা মানুষের জন প্রতি ৮ কেজি করে চাউল বিতারন করেছি। উক্ত সময় ট্যাগ অফিসার মোঃ রফিকুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য গণ উপস্থিত ছিলেন।