করিমগঞ্জে নোয়াবাদ ইউপি এর বোর্ড বাজার হতে অনুমোদন বিহীন ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই কবিরাজ আটক

23
অনুমোদন বিহীন ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই কবিরাজ আটক

জনি হোসেন করিমগঞ্জ প্রতিনিধিঃ করিমগঞ্জে নোয়াবাদ ইউ পি এর বোর্ড বাজার হতে অনুমোদন বিহীন ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ভিটামিন সিরাপ,মালিশ,তৈল, ও কবিরাজি ঔষধ সহ ফুটপাতের দুই হাতুড়ে কবিরাজকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই কবিরাজকে মোবাইল কোর্ট এর মাধ্যমে১০হাজার টাকা জড়িমানা সহ সমস্ত ঔষধ পুড়িয়ে ধ্বংস করেছে

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার (২৬ নভেম্বর) দুপুরে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউ পি এর বোর্ড বাজার করিমগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ওসি জনাব মজিবুর রহমানের সহযোগিতায় ও তার নেতৃত্বে অভিযানে এই জরিমানা করা হয়। এর মধ্যে অনুমোদনহীন ও ভিটামিন,সিরাপ,মালিশ তৈল,ঔষুধ বিক্রির অপরাধে দুই হাতুড়ে কবিরাজকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ সিরাপ,মালিশ তৈল ঔষুধ বিক্রির অপরাধে দুই কবিরাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও পণ্য স্পটে পুড়িয়ে ধ্বংস করা হয়।এ সময় করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মজিবুর রহমান সহ সংশ্লিষ্টর উপস্থিত ছিলেন ৷