কম ভাড়ায় ট্রাক ভ্রমণে ঝরে গেল তিন পোশাক কর্মীর প্রাণ

10

ন্যাশনাল ডেস্ক: টাঙ্গাইল- ঢাকা মহাসড়কের মির্জাপুরের শুভুল্যা নামক স্থানে টাইলস ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একই পরিবারের তিন জন নিহত হয়েছে। ট্রাকে থাকা ৮ জন যাত্রীর মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যায়। তারা চন্দ্রা থেকে কম ভাড়ায় টাইলস বোঝাই ট্রাকে চড়ে বগুড়া যাচ্ছিল। সোমবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫ জন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, জয়পুরহাটের নিরঞ্জয় মালী (৩০), তার স্ত্রী সাগরী মালী (২৫) ও মেয়ে স্বর্ণা মালী (৭)। তারা একটি পোশাক কারখানায় চাকরি করতো।

হাইওয়ে পুলিশের এ এস আই মতিউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী টাইলস ভর্তি একটি ট্রাক মির্জাপুরের শুভুল্যা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।