এক নাটকে অপূর্বর ফ্যামিলির সবাই, সাথে থাকবে সাতক্ষীরার ছেলে “সুদীপ্ত ইসলাম দীপ”

105
সুদীপ্ত ইসলাম দীপ, অপূর্ব

ষ্টাফ রিপোর্টারঃ- এক নাটকে অপূর্বর ফ্যামিলির সবাই, সাথে থাকবে সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি’র ছেলে “সুদীপ্ত ইসলাম দীপ”। ছোট পর্দায় ধারাবাহিক নাটক ও টেলিফিল্মে অল্প সময়ে জায়গা করেনেন ছোট পর্দার নায়ক অপূর্ব।
চলছে শ্যুটিং ঈদ স্পেশাল নাটক “বিনি সুতোর টান”

রচনা ও পরিচালনায়, শিহাব শাহীন। অভিনয়ে, জিয়াউল ফারুক অপূর্ব,জাকিয়া বারী মম, আয়াশ (অপূর্ব পুত্র), সৈয়দ হাসান ইমাম সুদীপ্ত ইসলাম দীপ সহ আরো অনেকে।সুদীপ্ত ইসলাম দীপ নগরঘাটা সনাম-ধন্য পরিবার ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি স ম আক্তারউল আলম এর ছেলে।

সুদিপ্ত ইসলাম দীপ, লাল সবুজের কথা প্রতিনিধিকে জানান, নাটকের স্ক্রিপ্টেই মুগ্ধ হয়ে গেছি আমি।অনেক বেশি ভালো একটা স্ক্রিপ্ট। ঈদে জনপ্রিয়তার শীর্ষে থাকবে বলে আশা রাখছি ইনশাআল্লাহ।শুধুমাত্র রোজার ঈদ পর্যন্ত অপেক্ষা করেন সবাই,অনেক ভালো একটা নাটক উপহার দিতে পারবো বলে আশা রাখছি।

দীপ আরো জানান, এই নাটক দিয়ে অপূর্ব ভাইয়ার ছেলে আয়াশ এর অভিনয় জগতে পদার্পণ হলো।
আমি নর্থসাউথ ইউনিভার্সিটি তে বর্তমানে বিবিএ করছি। সবাই আমার জন্য মঙ্গল কামনা করবেন।